খাগড়াছড়ির রামগড়ে জাঁকজমকপূর্ণ শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের পরিসমাপ্তির পরই এবার শুরু হয়েছে রামগড় বিজিবি জোন কমান্ডার ফুটবল টুর্নামেন্ট। সোমবার (৩১ অক্টোবর) রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রামগড় বিজিবি জোন ও ৪৩ ব্যাটালয়নের অধিনায়ক লে. কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি প্রধান অতিথি ও রামগড় উপজেলা নির্বাহী অফিসার খন্দোকার ইখতিয়ার উদ্দিন আরাফাত বিশেষ অতিথি হিসেবে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, ৪৩ বিজিবির সহকারি পরিচালক রাজু আহমেদ, রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ইফতেখার উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় রামগড় বাজার একাদশ ও ফটিকছড়ির ইসলামপুর যুব সংঘ অংশগ্রহণ করে। এ খেলায় ইসলামপুর যুব সংঘ ২-১ গোলে জয়লাভ করে।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন হাবিলদার হারুণ ও সহকারী রেফারী ল্যান্স নায়েক মাহবুব এবং সিপাহী জয়ফুল। টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে বলে জানা যায়।