মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দালাল-বেঈমানের জন্মদাতা কুখ্যাত ইব্রাহিমকে পাহাড়ি জনগণ কখনই ক্ষমা করবে না! টেকনাফে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা খাগড়াছড়িতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার থানচি বাজার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ফিলিস্তিন সংকট:বেসামরিক নাগরিকদের গাজা ত্যাগের জন্য সময় নির্ধারণ করাই ইসরাইলের উদ্দেশ্য কুতুবদিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক মাস্ক পরে অনুশীলনে বাংলাদেশ, দিল্লিতে ম্যাচ নিয়েও শঙ্কা গর্জনিয়ায় পানিতে ডুবে হেফজখানার ছাত্রের মৃত্যু পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের রানের পাহাড়

রামগড় বিজিবির নতুন রিকসা পেয়ে খুশি আব্দুল হাই

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৪৬ পঠিত

সময়ের পর্রিবতনে অন্যান্য এলাকার মত রামগড়েও রিকশা ছেড়ে ইজিবাইক (টমটম) বা সিএনজি চালিত অটো রিকসা চালিয়ে জীবিকা র্নিবাহ করছেন চালকরা । কিন্তু চরম অর্থাভাবে জর্জরিত রামগড় পৌরসভার মাস্টারপাড়ার বাসিন্দা হতদরিদ্র ষাটোর্ধ্ব আব্দুল হাইয়ের পক্ষে টমটম তো দূরের কথা, নতুন একটি রিকশাও কিনতে পারছিলেন না। ফলে বহুদিনের পুরাতন নিজের ভাঙাচূড়া রিকসা চালিয়ে কোন রকমে পরিবারের মুখের খাবার যোগাতেন। প্রায় অচল হয়ে পড়া রিকশাটি অতিরিক্ত শ্রম দিয়ে চালিয়ে কখনও কখনও নিজেই অসুস্থ হয়ে পড়তেন এ বৃদ্ধ রিকসা চালক।

পথ চলতে এ হত দরিদ্র, বৃদ্ধ রিকসা চালক নজরে আসে রামগড় বিজিবি জোন ও ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমানের।
তিনি এ বৃদ্ধ চালককে ডেকে নেন নিজ অফিসে। ভাঙাচূড়া অচলপ্রায় রিকসা চালিয়ে জীবিকা নির্বাহের করূন কথা শুনে ব্যাটারিচালিত একটি রিকশা কিনে দেয়ার মনস্থির করেন বিজিবি অধিনায়ক। কিন্তু ষাটোর্ধ্ব রিকসা চালক আব্দুল হাই অধিক দামের ব্যাটারি চালিত রিকশার বদলে পায়ে চালিত রিকশা চান। তার পছন্দ অনুযায়ী পায়ে চালিত একটি নতুন রিকসাই কিনে দেন অধিনায়ক।

রবিবার (৩০ অক্টোবর) ব্যাটালিয়ন সদরে জোন অধিনায়ক লে.কর্নেল মো. হাফিজুর রহমান তার হাতে তুলে দেন নতুন রিকসাটি। তার কাছে স্বপ্নেরমত অবিশ্বাস্য এমন একটি নতুন রিকসা পেয়ে আনন্দে আত্মহারা হন তিনি।

রবিবার রামগড় জোন সদরে   জোন ও ৪৩ বিজিবির আওতাধীন বিভিন্ন গ্রামের ১৪০টি গরীব, অসহায় ও পাহাড়ি-বাঙালি পরিবারের  মাঝে বিভিন্ন সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা দেয়া হয়। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় হতদরিদ্র বৃদ্ধ চালককে রিকশাছাড়াও প্রশিক্ষিত পাঁচজন দরিদ্র নারীকে ৫টি সেলাই মেশিন, গৃহ মেরামতের জন্য ৫ বান্ডেল ঢেউটিন, একটি টিউবওয়েল, ৪৭টি পরিবারকে চিকিৎসা ও বিবাহদানের জন্য আর্থিক সহায়তা এবং ৮১টি দুস্থ পরিবোরকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। জোন ও ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে ৪৩ বিজিবির  সহকারী পরিচালক মো. রাজুসহ বিভিন্ন পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 69 − 60 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree