রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ন

রামুতে ছেলের হাতে বাবা খুন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২১ পঠিত

কক্সবাজারের রামুতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২ জানুয়ারি) রাতে বর্বরোচিত এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলম (৬৫) রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা।

ঘাতক ছেলে শহিদুল্লাহ (৩২) মাদকাসক্ত এবং ডাকাতিসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাত সাড়ে দশটায় শহিদুল্লাহ মদ্যপান অবস্থায় বাড়িতে এলে বাবা তাকে বাড়িতে প্রবেশে বাঁধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে বাবা মোহাম্মদ আলম মাটিতে পড়ে যান। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চেইন্দা মা ও শিশু হাসপাতালে এবং পরে লিংকরোড মেরিন সিটি হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয় কতিপয় ব্যক্তি মারধরের বিষয়টি ধামাচাপা দিয়ে ঘাতক শহিদুল্লাহ্কে বাঁচাতে তৎপর হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, পিতা হত্যায় অভিযুক্ত শহিদুল্লাহর বিরুদ্ধে মাদক, পাহাড়কাটা, ডাকাতি, সরকারি সার্ভেয়ারের উপর হামলাসহ নানা অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি)আনোয়ারুল হোসাইন জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে তিনি বিষয়টি শুনেছেন। অভিযুক্ত ছেলে শহিদুল্লাহ্কে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain + 67 = 71

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree