বন আইনের মামলায় অভিযুক্ত কক্সবাজার রামু উপজেলার ৪ আসামিকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। একই সাথে তাদের ৫ হাজার টাকা ক্ষতিপূরণ ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দীন মো. আসিফ ১১১/১১ নং ( রামু) বন মামলায় এ রায় প্রদান করেন।
সাজা প্রাপ্তরা হলেন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের গনিয়াকাটা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে সাইফুল ইসলাম, জহির, ইউনুছ ও একই গ্রামের গুরা মিয়ার পুত্র ছৈয়দ নুর।
কক্সবাজার উত্তর বনবিভাগের বন মামলা পরিচালক আলাউদ্দীন জানান, আদালতে উক্ত আসামিদের বিরুদ্ধে স্থানীয় বাঁকখালী রেঞ্জের বাঘখালী বিটের সরকারি বনভূমি দখল, পাহাড় কাটা, গাছ কাটা এমনকি তাদের হাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদর শারিরীকভাবে আঘাত ও লাঞ্চিত করার অভিযোগ আনা হয়।
রায় ঘোষণার পর আসামি সাইফুল ইসলাম ও জহিরকে জেলে প্রেরণ করা হলেও অপরাপর আসামি ইউনুছ ও ছৈয়দ নুর পলাতক রয়েছে বলে জানা গেছে।