শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৪৮ পূর্বাহ্ন

রামুর জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪ পঠিত

রামু জোয়ারিয়ানালা এইচএম উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (১৮ মার্চ) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

উদ্বোধকের বক্তৃতা করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশিদ আমিন। সংবর্ধিত অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, একাত্তরের চেতনা, ভাষা আন্দোলনের ত্যাগ শিক্ষার্থীদের ধারণ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে আইসিটি, কারগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বিশ্বের শ্রেষ্ঠ রাজনীতিবিদ। তিনি বাংলাদেশকে স্বাধীন করে বাঙালি জাতিকে উন্নত জীবনযাত্রায় এগিয়ে চলার প্রেরণা দিয়েছেন। স্বাধীনতার ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। স্বাধীনতার চেতনা লালন করে দেশের জন্য অবদান রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা চলমান রয়েছে। এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। নতুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে উঠতে হবে। ছেলে-মেয়ে এখন আর বিভেদ নাই। সবাই সমানতালে সর্বক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছে।

উদ্বোধকের বক্তব্যে মোমিনুর রশিদ আমিন বলেন, জীবনে লক্ষ্য অর্জনে সৎ ও পরিশ্রমী হতে হবে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা যেন সময় পার না করে। পরিশ্রম ও মেধার সমন্বয়ে স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। তিনি বলেন, এ অঞ্চল থেকে আরো বেশি মেধাবী মানুষ গড় উঠতে হবে। পড়ালেখায় নিজেকে বিলিয়ে দিতে হবে। তবেই সফলতা হাতের মুঠোয় ধরা দেবে। উন্নত জীবনের স্বপ্ন দেখতে হবে। মানুষের কল্যাণ ও দেশের জন্য নিজেদের উৎসর্গ করতে হবে। এগিয়ে যেতে হবে সাহসের সাথে।

জোয়ারিয়ানালা এইচ.এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক সিকদারের সভাপতিত্বে ও স্বাগত বক্তৃতায় অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এম. এম নুরুচ্ছাফা, জোয়ারিয়ানালা শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন।

জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, পিএমখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের, আওয়ামী লীগ নেতা মীর মো. আবুল কালাম আজাদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগসহ সভাপতি আবছার কামাল সিকদার, জোয়ারিয়ানালা এইচ. এম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য নীতিশ বড়ুয়া, অভিভাবক সদস্য নুরুল হক, মীর মোশারফ হোসাইন সিকদার, সৈয়দ আলম, শাহ জাহান মিয়া, মরিয়ম বেগম, শিক্ষক প্রতিনিধি বোরহান উদ্দিন, মো. নুরুল হুদা, সাজেদা বেগম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তালিব উল্লাহ ছিদ্দিকী। বক্তব্য রাখেন বিদায়ী ছাত্রী সানজিদা হাসনাত সুমি, নবম শ্রেণীর ছাত্রী ফাহমিদা আফিফা তাকি, দশম শ্রেণীর ছাত্র জিতয় কুমার শর্মা।

বিকাল ৫টায় বিদ্যালয়ের কাব স্কাউটস দল অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। আলোচনা অনুষ্ঠানের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain + 46 = 51

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree