তুমব্রু সীমান্তের জিরো লাইনের রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি গ্রামবাসীদের খোঁজখবর নিয়েছেন আইসিআরসি কক্সবাজার।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় খোঁজখবর নিতে এসে এক মতবিনিময় সভার আয়োজন করেন তারা।
এতে আইসিআরসি ৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। আর তুমব্রু ও কোনার পাড়া গ্রামের ৮ জন প্রতিনিধি তাদের সমস্যার কথা তুলে ধরেন আইসিআরসি প্রতিনিধি দলকে। এ দলের প্রধান ছিলেন কো-অর্ডিনেটর মোহাম্মদ সরওয়ার।
সভায় গ্রামবাসী বলেন, বিগত ৫ বছর ধরে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত । এ সময় তারা তুমব্রু কোনার পাড়ার পার্শ্বস্থ নো ম্যান্স ল্যান্ডের থাকা ৬/৭ হাজার রোহিঙ্গার উপদ্রব তাদের এ ক্ষতির কারণ । এছাড়া গত ১৮ জানুয়ারি মিয়ানমার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসও সংঘর্ষের জের ধরে পুরো ১ মাস ধরে দ্বিতীয দফা অত্যাচার তাদের পিঠের উপর দিয়ে গেছে সোয়া ৪ হাজার রোহিঙ্গার কারণে। এভাবে অনেক অভিযোগ তুলেন ধরেন তারা।
এ সময় ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলম মেম্বার। তিনি এসব বিষয়ের সত্যতা স্বীকার করেন পার্বত্যনিউজকে বলেন, গ্রামবাসী রোহিঙ্গাদের কারণে আর্থিক, সামাজিক, পারিবারিক ও পরিবেশগতসহ অন্যান্য নানা সমস্যায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৈঠকে আইসিআরসি প্রতিনিধি দলটি গ্রামবাসীকে তাদের ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে দ্রুত সহায়তা পাওয়ার আশ্বাস দেন।