উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার পিস ইয়াবাসহ নুর আহম্মদ (৩০) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ এপিবিএন।
বুধবার (১২ অক্টোবর) রাতে রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট-এর বি/১৩ ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করে পানবাজার পুলিশ ক্যাম্প।
আটক নুর আহাম্মদ ওই ক্যাম্পের মৃত লালুর ছেলে।
৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, নুর আহাম্মদের বসতঘরে অভিযান পরিচালনা করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকায় তাকে আটক করা হয়েছে।
জব্দকৃত মাদকসহ আটক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।