বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দালাল-বেঈমানের জন্মদাতা কুখ্যাত ইব্রাহিমকে পাহাড়ি জনগণ কখনই ক্ষমা করবে না! টেকনাফে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা খাগড়াছড়িতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার থানচি বাজার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ফিলিস্তিন সংকট:বেসামরিক নাগরিকদের গাজা ত্যাগের জন্য সময় নির্ধারণ করাই ইসরাইলের উদ্দেশ্য কুতুবদিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক মাস্ক পরে অনুশীলনে বাংলাদেশ, দিল্লিতে ম্যাচ নিয়েও শঙ্কা গর্জনিয়ায় পানিতে ডুবে হেফজখানার ছাত্রের মৃত্যু পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের রানের পাহাড়

‘রোহিঙ্গা‌’ ছবির শুটিংয়ে দুরবস্থা দেখে ২০ টাকা ত্রাণ পান অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৪৯ পঠিত


আজ মুক্তি পাচ্ছে নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ সিনেমাটি। এগারটি সিনেমা হলে এটি মুক্তি পাচ্ছে বলে জানান নির্মাতা। ২০১২ সালে গল্পটা প্রথম ভেবেছিলেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, চিত্রনাট্যও তখনই তৈরি হয়ে গিয়েছিল। মিয়ানমারের রাখাইন রাজ্যে গিয়ে শুটিংয়ের পরিকল্পনাও করেছিলেন। এর মধ্যেই রাখাইনে ব্যাপক আকারে শুরু হয় রোহিঙ্গা নির্যাতন, রাখাইনে যাওয়ার পথে বাধার মুখে পড়েন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।

উদ্ভূত পরিস্থিতিতে রাখাইনে গিয়ে শুটিংয়ের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন নির্মাতা। দ্রুত পাল্টাতে থাকে দৃশ্যপট। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে থাকে শরণার্থীর ঢল। চিত্রনাট্যে বদল আনেন পরিচালক। গল্পে বাংলাদেশে আসা শরণার্থীদের জীবনচিত্র তুলে আনেন। এরপর ২০১৭ সালে শুরু করেন শুটিং। নাফ নদী, শাহপরীর দ্বীপ, উখিয়া ও টেকনাফে দৃশ্য ধারণ করেছেন নির্মাতা।

রোহিঙ্গা ক্যাম্পে শুটিং করা কতটা চ্যালেঞ্জিং ছিল? ডায়মন্ড বলেন, ‘থাকার কোনো ব্যবস্থা ছিল না। শুটিং সেরে কক্সবাজারে ফিরে আসতাম, পরদিন সকালে আবার বেরিয়ে পড়তাম। বিশ্রামের জায়গা ছিল না। রোহিঙ্গাদের দুরবস্থা দেখে আমরা নিজেদের কষ্ট ভুলে যেতাম।’

চিত্রনাট্য ধরে নাফ নদীতে ট্রলার ডুবানো, রোহিঙ্গাদের গ্রাম পুড়িয়ে দেওয়ার দৃশ্য ধারণ করতেও বেশ বেগ পেতে হয়েছিল। নির্মাতা জানান, সিনেমায় বাংলার পাশাপাশি ইংরেজি ও বর্মিজ ভাষা ব্যবহৃত হয়েছে। শুটিংয়ের পর স্থানীয় লোকজনের নিয়ে ডাবিং করা হয়েছে। ছবিতে আসিয়া নামের রোহিঙ্গা নারীর চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনয়শিল্পী আরশি হোসেন। চরিত্রের সঙ্গে এতটাই মিশে গিয়েছিলেন যে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শুটিংয়ের সময় তাঁকে ২০ টাকা ত্রাণ দিয়েছিলেন এক প্রতিষ্ঠানের কর্মী।

পরিচালনা, গল্প, চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন ডায়মন্ড। আরশি ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর আয়াজ, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি প্রমুখ। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার যমুনা ফিউচার পার্ক, সনি স্কয়ার, লায়ন সিনেমাস, মধুমিতা, চিত্রামহল, সাভারের শ্রীপুরের চন্দ্রিমা, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিনেমা প্যালেস, খুলনার শঙ্খ ও চিত্রালীতে চলছে ‘রোহিঙ্গা’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain + 17 = 19

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree