কক্সবাজার-টেকনাফ সড়কের পূর্ব পাশের হিন্দুপাড়া এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। রবিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় তাকে আটক করা হয়।
আটক ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী গ্রামের মোহাম্মদ হোসেনের ছেল।
আটককালে তার দেহ ও আশপাশ এলাকা তল্লাশি করে ১টি প্লাস্টিকের বস্তার ভেতর হতে এক লাখ দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির নিজের ইয়াবা ব্যবসায়ী বলে স্বীকার করেছে। অভিযানের টের পেয়ে ১ জন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় বলেও মর্মে স্বীকার করেন মো. আলী । তারা আরো জানান, আটককৃতকে স্থানীয় উখিয়া থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করা হয়েছে।