শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:৪০ অপরাহ্ন

লংগদুতে বিনামূল্যে কৃষি উপকরণ পেলেন ৩৫০ জন কৃষক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩৩ পঠিত

রাঙামাটির লংগদুতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩৫০ জন কৃষককে কৃষি উপকরণ প্রদান করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাঙ্গণে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আছমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধকালীন সংকট ও জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য সংকটের সম্ভাবনা রয়েছে। এমন সময়ে আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদনের উপর জোর দিতে হবে। এসময়ে সরকারি সহযোগিতার যথাযথ বাস্তবায়নে সবার এগিয়ে আসতে হবে। কৃষি ও কৃষকের কল্যাণে সরকারের উদ্যোগ জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।

অনুষ্ঠানে উপজেলার মোট সাত ইউনিয়নের ৩৫০ জন কৃষকের মাঝে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 2 + 5 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree