শনিবার, ১০ জুন ২০২৩, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৮ পঠিত

পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর (৩৭ বিজিবি) জোনের উদ্যোগে বর্ণাঢ্য শান্তি র‌্যালি, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ ও কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে গুলশাখালী বর্ডার গার্ড বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুলের সামনে থেকে শান্তি র‌্যালি বের হয়ে চৌমুহনী বাজার ঘুরে এসে রাজনগর জোন খেলার মাঠে শেষ হয়।

এসময় রাজনগর (৩৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল শাহ মো. শাকিল আলম (এসপিপি) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এরপরই তিনি জোন এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ২ শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণে অংশগ্রহণ করেন।

এছাড়াও বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল শাহ মো. শাকিল আলম জোনের আয়োজনে সম্মেলন কক্ষে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গণশুনানিতে যোগ দেন।

এসময় বিজিবি জোনের ক্যাপ্টেন ও আরমও মো. রসুল আমিন, এডি মো. হাফিজুর রহমান, বর্ডার গার্ড মডেল কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, এলাকার পাহাড়ি-বাঙালি হেডম্যান- কারবারি, ইউপি মেম্বার, গণ্যমান্য ব্যক্তিগণসহ শিক্ষক, ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

গণশুনানিতে জোন কমান্ডার লে. কর্নেল শাহ মো. শাকিল আলম (এসপিপি) বলেন,‌ ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স জারি রেখেছি। কোন অবস্থায় মাদকের সাথে আপস নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আসছি। অপরাধীদের কোন জাত ধর্ম নাই। তারা যে গোষ্ঠীর হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 9 + 1 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree