রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:১০ অপরাহ্ন

লংগদুতে সেনাজোনে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৩ পঠিত

খাগড়াছড়ি ব্রিগেডের আওতাধীন লংগদু সেনা জোন (তেজস্বী বীর) এর উদ্যোগে বেসিক কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) সকালে লংগদু সেনা জোন সদর দপ্তর কমিউনিটি কম্পিটার ট্রেনিং সেন্টারে আয়োজিত সনদ বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সনদপত্র বিতরণ করেন, জোন কমান্ডার লে কর্নেল মো. খায়রুল ইসলাম পিএসসি।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, ‘আমরা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতেই বেসিক কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করেছি। এখানে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। এ প্রশিক্ষণের মাধ্যমে তোমাদেরকে আধুনিক বিজ্ঞান কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে আগ্রহী করে তুলবে। এই কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোনের নবাগত জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া, উপ অধিনায়ক মেজর মো. রিয়াজ আম্মেদ, ক্যাপ্টেন কাজী ফয়সাল আহম্মেদ, ক্যাপ্টেন জোবায়ের আহম্মেদ সজল, লেফট্যানেন্ট রাফিউল আহসান রাহাতসহ আরো অনেকে। জোনের আয়োজিত চার সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণে ২২ জন পাহাড়ি-বাঙালি শিক্ষার্থী অংশ নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 87 + = 94

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree