রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

শান্তিরক্ষা মিশনে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ১

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৫ পঠিত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনার সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্থানীয় সময় সোমবার (০৩ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময়:০১৩৫ ঘণ্টা, ০৪ অক্টোবর) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের মুখে পড়ে। এতে জসিমসহ তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।

নিহত শান্তিরক্ষীরা হলেন- সৈনিক জসিম উদ্দিন (৩১), নিলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ টিট পাড়ার সৈনিক জাহাংগীর আলম (২৬) এবং সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বাড়াক রুয়া গ্রামের সৈনিক শরিফ হোসেন (২৬)। এতে টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হন।

নিহতের জসিমের স্ত্রী শারমিন আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, গত সোমবার রাত ১০টার দিকে ফোন দিয়ে আমার খবর ও দুই ছেলের খবর নিয়েছে। বলেছে, রাতে কড়া টহল আছে। পরের দিন কথা বলব। পরের দিন সকালে আমার কাছে সিলেট ক্যান্টনমেন্ট থেকে ফোন আসে। আমার খোঁজ খবর নেয়। এরপর যেন আমার ভেতরটা কেমন করে উঠলো। পরে আমার জায়ের (স্বামীর ভাইয়ের স্ত্রী) কাছে স্বামীর মৃত্যুর সংবাদ শুনতে পাই। এখন আমার দুই ছেলে নিয়ে কোথায় যাব। আমার তো কিছু নাই। স্বামীর বেতনের টাকা দিয়েই সংসার চলত। আজ দেশের জন্য শহীদ হয়েছে আমার স্বামী। সরকারের কাছে আমার দাবি, দুই সন্তানের ভবিষ্যতের ব্যবস্থা যেন করে দেয়। জীবিত স্বামীকে দেখতে পাইলাম না, তার মরদেহ যেন দ্রুত দেশে আনা হয়।

নিহতের জসিমের বাবা মো. নূর মিয়া বলেন, আমার ছেলে মিশনে গিয়ে শহীদ হয়েছে। এখন তার স্ত্রী ও দুই ছেলের জন্য সরকার যেন পদক্ষেপ নেয়।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়ননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ইফরান উদ্দিন আহমেদ বলেন, এখনো অফিসিয়ালি কোনো ডুকমেন্ট পাইনি। মরদেহ আনার বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain + 41 = 42

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree