খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, ‘ষড়যন্ত্র করবেন না। আমরা সবাই একই আদর্শের কর্মী। আসন্ন সংসদ নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
রোববার (২৪ জুলাই) কৃষকলীগ রাঙামাটি জেলা শাখার আয়োজনে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি সম্প্রতি জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্ধৃতি টেনে বলেন, ‘দূরত্ব সৃষ্টি করবেন না। দলীয় কার্যক্রমে এক হয়ে কাজ করুন। কারণ সামনের দিন আমাদের কঠিন দিন আসছে। কঠিন দিনগুলো মোকাবিলা করতে হলে এবং দলকে শক্তিশালী করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
কৃষকলীগ রাঙামাটি জেলার সভাপতি জাহিদ আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের আহবায়ক আকবর আলী চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এসময় সংগঠনটির জেলা এবং উপজেলার নেতৃবৃন্দরা এ সভায় অংশ নেন। সভার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা প্রদান করেন।
এর আগে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো এবং বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে সংগঠনটি তাদের বর্ধিত সভার কার্যক্রম শুরু করে।