শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন

সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে এক পর্যটকের মৃত্যু, আহত ৭

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৭ পঠিত

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রের খাসরাং রিসোর্টের পাশে পর্যটকবাহী চাঁদের গাড়ি (ময়মনসিংহ -ক ২২২) গভীর খাদে পড়ে ঘটনা স্থলেই ফারদিন হাছান বিশাল (৩৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ঢাকা শ্যামপুর বলে জানিয়েছে পুলিশ। এসময় আরো ৭ পর্যটক গুরতর আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাজেক থানার ওসি নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (৩ মার্চ) বিকাল ৫টার দিকে কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে পর্যটক ফারদিন হাছান বিশাল (৩৫) মৃত্যুবরণ করে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এখনো উদ্ধার তৎপরতা চলছে তাৎক্ষণিক বাকি পর্যটকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 61 + = 66

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree