মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দালাল-বেঈমানের জন্মদাতা কুখ্যাত ইব্রাহিমকে পাহাড়ি জনগণ কখনই ক্ষমা করবে না! টেকনাফে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা খাগড়াছড়িতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার থানচি বাজার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ফিলিস্তিন সংকট:বেসামরিক নাগরিকদের গাজা ত্যাগের জন্য সময় নির্ধারণ করাই ইসরাইলের উদ্দেশ্য কুতুবদিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক মাস্ক পরে অনুশীলনে বাংলাদেশ, দিল্লিতে ম্যাচ নিয়েও শঙ্কা গর্জনিয়ায় পানিতে ডুবে হেফজখানার ছাত্রের মৃত্যু পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের রানের পাহাড়

সাফজয়ী রাঙামাটির দুই খেলোয়াড়কে সংবর্ধনা দেবে জেলা পরিষদ

রিপোর্টারঃ
  • প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০ পঠিত

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, ‌‌‌‌‌‌‌‘সাফজয়ী নারী ফুটবলরা বাংলাদেশের গর্ব। তারা বাংলাদেশের মান উঁচু করেছেন। বিজয়ী এ দলে আমাদের রাঙামাটির দুই খেলোয়াড় রয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তাদের আমরা সংবর্ধনা দিবো।’

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের আয়োজনে পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

চেয়ারম্যান এসময় জনশক্তি ও কর্মসংস্থান বিভাগ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভাগীয় প্রধানদের সভায় অনুপস্থিতিতে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন- ‘জেলার গুরুত্বপূর্ণ বৈঠকে তাদের উপস্থিতি থাকা উচিত ছিলো।’

এ সময় চেয়ারম্যান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে চলমান প্রকল্পগুলো দ্রুত সম্পাদনের জন্য তাগিদ দেন। তিনি হেডম্যান কার্যালয়ের জায়গা রেকর্ডের জন্য এবং জমি খাজনা সহনীয় পর্যায়ে আনয়নের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান। এছাড়া কাপ্তাই হ্রদকে দূষণমুক্ত রেখে প্রকল্প গ্রহণ ও সুদূরপ্রসারী প্রকল্প বাস্তবায়ন, আসন্ন দুর্গাপূজা ও কঠিন চীবরদান অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভাগের সুদৃষ্টি কামনা করেন।

চেয়ারম্যান বলেন, মূলত বিভিন্ন বিভাগের কাজের অগ্রগতি, সমন্বয় ও পরিকল্পনা করার জন্য এই মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। তাই এই সভাকে প্রতিনিধি সভা না ভেবে অন্তত মাসে একদিন উন্নয়ন সভা হিসেবে দেশ ও জাতির উন্নয়নের জন্য কর্মকর্তাদের স্বশরীরে উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদানের জন্য অনুরোধ জানান তিনি।

জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা (শিক্ষা ও আইসিটি), ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আবেদ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. কাজী শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক তপন কুমার পাল, দক্ষিণ বন বিভাগের এসিএফ গঙ্গা প্রসাদ চাকমা, উত্তর বনবিভাগের এসিএফ মো, মনিরুজ্জআমান, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া, বিতরণ বিভাগ রাঙামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা সমবায় অফিসার মৌসুমী ভট্টাচার্য্যসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন কর্মকর্তাগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 66 − 60 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree