সোমবার (২০ সেপ্টেম্বর) শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের বিজয়ী বাংলাদেশ দলের গোলরক্ষক রূপনা চাকমা প্রতিযোগিতার সেরা গোলকিপারের পুরষ্কার অর্জন করেন।বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অদম্য সেই গোলকিপার রূপনা চাকমার বাসায় মিষ্টি ফলমূলসহ নানান উপহার নিয়ে গেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় তিনি তার পরিবারের হাতে নগদ দেড় লক্ষ টাকার চেকও তুলে দেন এবং বলেন,‘ রূপনা আজ পুরো জাতির গর্ব। আমরা তাকে নিয়ে গর্বিত। তার পরিবারের পাশে আমরা সবভাবেই থাকব।’ তিনি তার সাথে উপস্থিত নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বজলুর রহমানকে রূপনার জরাজীর্ণ ঘরটির স্থলে নতুন ঘর নির্মাণে যা যা করা দরকার করা এবং তার বাসায় যাওয়ার সড়কটি তৈরি করে দেয়ার নির্দেশনা দেন।
জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান, সাবেক জাতীয় ফুটবলার বরুন দেওয়ান, জেলা স্কাউটের নেতা নুরুল আবছার উপস্থিত ছিলেন।