মিয়ানমারের সামরিক সরকারের (জান্তা) প্রধান মিন অং হ্লাইং জানিয়েছেন ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনার বিষয়টি বিবেচনা করা হতে পারে। খবর এএফপির।
বিবৃতিতে মিন অং হ্লাইং বলেন, ‘আইন মেনে তার (সু চি) বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার মনোভাবের ওপর ভিত্তি করে আমরা আলোচনার বিষয়টি বিবেচনা করতে যাচ্ছি।’
বেশ কয়েকটি অভিযোগে জান্তা পরিচালিত রুদ্ধদ্বার আদালতে সু চির বিচার চলছে। এখন পর্যন্ত একাধিক মামলায় তার ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। তবে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছে মানবাধিকার সংগঠনগুলো।
বাকি মামলাগুলোয় দোষী সাব্যস্ত হলে কয়েক দশক সাজা হতে পারে গণতন্ত্রপন্থী এই নেত্রীর। সু চির বিরুদ্ধে চলমান এসব মামলার শুনানিতে সাংবাদিকদের অংশগ্রহণ নিষিদ্ধ।