সৌদি আরবে আল নাসেরে ক্রিস্টিয়ানো রোনালদোর শুরুটা জোড়া গোলে হয়েছিল। তবে সৌদি প্রো লিগে নামতেই যেন দিশাহীন সি আর সেভেন। অভিষেকে গোল না পেলেও দল জিতেছে, কিন্তু পরের ম্যাচেই বড় হারে বিদায় নিতে হয়েছে সৌদি সুপার কাপ থেকে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসেরকে ৩-১ গোলে উড়িয়ে দেয় আল ইত্তিহাদ।
রোনালদো একটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি, এ ছাড়া খেলাতেও কোনো প্রভাব বিস্তার করতে পারেননি পর্তুগীজ সুপার স্টার। আল ইত্তিহাদের হয়ে ১টি করে গোল করেন রোমারিনহো, আব্দের রাজ্জাক হামাদাল্লাহ ও আল শানকেটি। আর নাসেরর হয়ে একমাত্র গোলটি করেন তালিসকা।
ম্যাচের ১৫ মিনিটেই পিছিয়ে যায় আল নাসের, এরপর পুরোম্যাচ জুড়ে পিছিয়েই ছিল তারা। তবে আক্রমণ কিংবা বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারা। ২০টি শট নেয় আল নাসের, ৩টি অনটার্গেট। অন্যদিকে ইত্তিহাসের ১৪টি শটের ৫টি অনটার্গেট।
রোনালদোর গোল না পাওয়াটা ক্লাবের জন্যও চিন্তার বিষয়। বছরে ২১ কোটি ডলারের বিনিময়ে সৌদির এই ক্লাবে দুই মৌসুমের জন্য যোগ দিয়েছেন তিনি। দ্রুত গোলের দেখা পাবেনতো রোনালদো?