রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:১৭ অপরাহ্ন

‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে স্মার্ট মানুষ হতে হবে’

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯ পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান, পরিচিতি সভা, আলোচনা সভা, কমিটির সাবেক কমিটিদের সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে।এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তার যোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই দুঃখ -দুর্দশায় নিপতিত মানুষের পরম বন্ধু। বাংলাদেশ এখন ডিজিটাল হয়ে গেছে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে অবশ্যই স্মার্ট মানুষ হতে হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের তাঁর সুযোগ্য কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভার পরপরে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়। বিকালের দিকে একাদশ নির্বাচনে বিজয়ের ৪বর্ষ পূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌরসভার মে চৌধুরী, জেলা আওয়ামী সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain + 27 = 32

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree