সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওয়ে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার কুতুবদিয়ায় গরু লড়াইয়ে জিতে খুশিতে আত্মহারায় মৃত্যু কেএনএফ’র ঘাঁটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার চকরিয়ায় মারছা গাড়ির ধাক্কায় কলেজ ছাত্র নিহত ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে ওআইসি’ দীঘিনালায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভিক্ষু নিবাস উদ্বোধন বরকলে বন্য হাতির আক্রমণে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের মৃত্যু খাগড়াছড়িতে হত্যা মামলায় একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন খাগড়াছড়িতে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আ.লীগের পাল্টা মামলা রোহিঙ্গােদের জন্য তহবিল সংগ্রহ ও প্রত্যাবাসনে ওআইসিভুক্ত দেশগুলোর কাছে প্রধানমন্ত্রীর আহ্বান

৪ শতাধিক হোটেল-রেস্তোরাঁসহ বসতবাড়ির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২০ পঠিত

কক্সবাজারের কলাতলীর ৪ শতাধিক হোটেল-মোটেল-রেস্তরাঁসহ ওই এলাকার (১২ নাম্বার ওয়ার্ড) সাত হাজার বসতঘরের বর্জ্য অপসারণে মাত্র ২টি ট্রাক রয়েছে। তবে এখানে প্রয়োজন অন্তত ১৫টি ট্রাক। ওই এলাকায় পরিচ্ছন্ন কর্মী রয়েছে মাত্র ৬৫ জন। যা চাহিদার তুলনা অনেক কম। যার ফলে বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা দেখা গিয়েছে। এছাড়া আর্বজনা অপসারণে নিদৃষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় শহরের কস্তুরাঘাটে আর্বজনা ফেলে তা পুড়ানো হচ্ছে। পরিবেশ দূষণ এই বর্জ্য ব্যবস্তাপনা অসন্তুষ্ট শহরবাসীসহ খোদ পৌর কর্তৃপক্ষ।

কক্সবাজার হোটেল-মোটেল জোনের (১২ নাম্বার ওয়ার্ড) কাউন্সিলর এমএ মঞ্জুর জানান, দেড়শ বছরের পৌরসভায় ১২ নম্বর ওয়ার্ডের বয়স মাত্র ১২ বছর। যেখানে এই মুহূর্তে হোটেল-মোটেল-কটেজ-গেস্ট হাউজ ও রেস্তরাঁর সংখ্যা ৪ শতাধিক। বেশিরভাগ হোটেলের সাথে যুক্ত রয়েছে রেস্টুরেন্ট। এছাড়া এই ওয়ার্ডে বসতঘর রয়েছে ৭ হাজারের বেশি। যেখান থেকে শত শত টন বর্জ্য বের হয়। পর্যটন মৌসুমে তা বেড়ে দ্বিগুণ হয়। এই বর্জ্যগুলো অপসারণের জন্য যতগুলো গাড়ি এবং লোকবল প্রয়োজন তা নেই বললেই চলে। রয়েছে মাত্র ২টি ট্রাক। যা দৈনিক সর্বোচ্চ ৫-৬ বারের বেশি বর্জ্য নিতে পারেনা। তার মধ্য শুক্রবারে থাকে বন্ধ। এমনও রয়েছে একটি বড় হোটেলের আর্বজনাতেই দুই ট্রাক ভর্তি হয়ে যায়। ফলে কলাতলীর আর্বজনা পরিষ্কার করলে লাইট হাউস রয়ে যায়। আবার লাইট হাউস পরিষ্কার করলে সুগন্ধা রয়ে যায়। তার মধ্যে রেস্তরাঁর আর্বজনা পচনশীল হওয়ায় সঠিক সময়ে সরাতে না পারলে খুবই বাজে অবস্থা হয়। এই ক্ষেত্রে মেশিনারি সাপোর্টসহ পর্যাপ্ত লোকবল দরকার। ২টি ট্রাকের জায়গায় প্রয়োজন অন্তত ১৫টি।

তিনি আরো জানান, পর্যটকের সমাগম স্থান ওই ওয়ার্ডে দুই দফায় কাজ করা ১৩ জন ঝাড়ুদারসহ পরিচ্ছন্নতা কর্মী রয়েছে ৬৫ জন। যেখানে প্রয়োজন দুই শতাধিক। বর্তমানে পৌরসভার সড়ক ব্যবস্থা উন্নত হওয়ায় ঝাড়ুদারসহ পরিচ্ছন্নতা কর্মী বাড়ানো জরুরি হয়ে দাঁড়িয়েছে।

শহরের কস্তুরাঘাট এলাকায় আর্বজনা ফেলে পুড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনভাবেই পরিবেশ সম্মত নয়। এই অব্যবস্থাপনায় স্থানীয়দের পাশাপাশি অসন্তুষ্ট খোদ পৌর মেয়র। অনেকটা অপারগ হয়ে ওখানে আর্বজনা ফেলা হচ্ছে। তবে শহরের বর্জ্য ফেলার জন্য রামু উপজেলার চেইন্দায় আধুনিক মানের বড় ডাম্পিং স্টেশন করার প্রস্তাবনা রয়েছে। যেখানে আর্বজনাগুলো সার হিসেবে তৈরী করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে চমৎকার একটি আবর্জনা অপসারণ ব্যবস্থা নিশ্চিত হবে। এত সীমাবদ্ধতার মাঝেও পৌরসভার চেষ্টা অব্যাহত রয়েছে এই শহর পরিষ্কার রাখতে। এদিকে হোল্ডিং থেকে শুরু করে বিভিন্ন পৌর করের বিষয়ে জনগণের সহযোগিতা কম। যার কারণে পৌরসভায় অর্থনীতিক সংকট রয়েই যাচ্ছে।

এ প্রসঙ্গে কক্সবাজার পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর (সি.আই) কবির হোছাইন জানান, মেশিনারি সার্পোট-লোকবল সংকট সহ নানা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবানা পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধান হবে। এতে করে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন একটি পর্যটন নগরী পাওয়া যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain + 29 = 33

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree